জনপ্রিয় ৫ টি কপিরাইট ফ্রি ইমেজ ডাউনলোড ওয়েবসাইট ২০২২ (5 Popular Copyright Free Image Download Websites 2022 SQtipsBD )

 কপিরাইট ফ্রি ইমেজ





বর্তমানে যার ইউটিউবে বা ব্লগ  এ কাজ করতেছেন বা করতে যাচ্ছেন তাদের আনেক সময় ইমেজের প্রয়োজন হয় । কিন্তু চিন্তার বিষয় তারা কপিরাইট ফ্রি ইমেজ খুজে পান্না এতে করে তাদের ব্লগিং বা ইউটিউবিং এ আনেক সমস্যা হয় । আজ থেকে আপনাদেরকে আর ফ্রি ইমেজ নিয়ে চিন্তা করতে হবেনা, কারণ আজকে আমরা  ৫টি জনপ্রিয় কপিরাইট ফ্রি ইমেজ  ডাইনলোড ওয়েবসাইট সম্পর্কে আলোচনা করবো । এই সাইট গুলো থেকে আপনি ফ্রিতে ইমেজ ডাইনলোড  করতে পারবেন এবং আপনার ব্লগ বা ওয়েবসাইট  এ ব্যবহার করতে পারবেন । এই ইমেজ ব্যবহারে ফলে আপনাকে কোনো রকম কপিরাইট বা আইনি জামেলায় পরতে হবে না । তো আর কথা না বলে চলুল শরু করা যাক কোন সাইটগুলো থেকে আপনে ফ্রিতে ইমেজ  ডাউনলোড  করতে পারবেন । 

জনপ্রিয় ৫ টি কপিরাইট ফ্রি ইমেজ ডাউনলোড ওয়েবসাইট (Top 5 free images downloading website)

১  Pexels

২ Unsplash

৩ Morguefile

৪ Rawpixel

৫ Pixabay


১  Pexels

প্রথমে যে সাইটটি নিয়ে আলোচনা করবো তা হল পিক্সেল । এ সাইটটি বর্তমানে সবচেয়ে বেশি জনপ্রিয় ওয়েবসাইট ফ্রিতে ইমেজ ও ভিডিও ডাউনলোড  করার জন্য । এখান থেকে আপনি সহজে ফ্রিতে আপনার পছন্দমত   ইমেজ ও ভিডিও ডাউনলোড  করে আপনার ব্লগ বা সাইটে ব্যবহার করতে পারবেন । এই সাইট থেকে ইমেজ বা ভিডিও ডাউনলোড  করার জন্য আপনাকে কোনো পেমেন্ট করতে হবে না এবং কোনো প্রকার একাউন্ট  ও করতে হবে না । এখান থেকে আপনি যে কোনো ধরণে বা কোয়ালিটির ছবি ডাউনলোড  করতে পারবে । 

২  Unsplash

দিত্বীয় আবস্থানে যে সাইটটি  আছে তাহল Unsplash । বর্তমানে ব্লগারদের কাছে জনপ্রিয় সাইট হল এটি । এই ওয়েবসাইটে বর্তমানে প্রায় ৩ লক্ষ  এর বেশি ইমেজ   ও ৫০ হাজারের ও বেশি কন্ট্রিবিউটর আছে । এই সাইট টাকার বিনিময়ে ইমেজ বিক্রি করে না এখানে সম্পণ ফ্রিতে ইজেম ডাউনলোড করা যায় । এ সাইটে প্রতিদিন নতুন নতুন ছবি যুক্ত হচ্ছে । এখান থেকে আপনি খুব সহজে আপনার পছন্দের ছবি খুজে নিতে পারবেন ।  এখান থেকে  ডাউনলোড  করা ছবিগুলো আপনি আপনার ব্লগ, ওয়েবসাইট বা আপনার বন্ধদের সাথে শেয়ার করতে পারবেন এর জন্য Unsplash কে  কোনো ক্রেডিট দিতে হয় না ।

৩  Morguefile

তৃত্বীয় আবস্থানে যে সাইটটি  আছে তাহল Morguefile । এই সাইটি অন্যান সব সাইটের থেকে  আলাদা  এটি  Unsplash কিংবা  Pexels এর মত নয় । এখানে আপনি খুব সাধারণ মানুষের এবং প্রতিদিনে নানা কাজ কর্ম বা বিষয়ের ইমেজ পাবেন । যেমন ধরুণ আপন কারো সাথে একটা ছবি তুলেছেন এবং তা গুগলে শেয়ার করেছেন এই সব ছবিগুলো আপনি খুব সহজে এই সাইট থেকে খুজে নিতে পারবেন যা কিনা কপিরাইট  ফ্রি ।


৪ Rawpixel

৪র্থ আবস্থানে যে সাইটটি  রয়েছে তাহল Rawpixel । এই সাইটটি তার বিশাল ইমেজ স্টোক এর জন্য বিশ্বব্যাপি খুব জনপ্রিয় । ওয়েবসাইটটি থেকে আপনি শধু যে ইমেজ বা ছবি ডাউনলোড  করতে পারবেন তা নয় এখান থেকে আপনি ভেক্টর ,PSD, mockups ইত্যাদি ফ্রিতে ডাউনলোড  করতে পারবেন  । এটি মূলত একটি কমিউনিটি ভিওিক ইমেজ শেয়ারিং ওয়েবসাইট । এখানে হাজার হাজার ফটোগ্রাফার প্রতিনিয়ত তাদের ছবিগুলো শেয়ার করে । তাই এখানে আপনি ফ্রিতে প্রচুর পরিমান হাই কোয়ালিটির ইমেজ ডাউনলোড  করতে পারবেন এবং তা আপনার প্রয়জোন মত যে কোনো জায়গাই ব্যবহার করতে পারবেন এতে কোনো প্রকার সমস্যা হবে না । 


৫ Pixabay

এই সাইট থেকে ইমেজ ডাউনলোড  করতে  আমি বেশি পছন্দ করি । এই সাইটের সংগ্রহে রয়েছে দারুন সব হাই কোয়ালিটি ইমেজ । কপিরাইট ফ্রি ইমেজ পাওয়া যায় বলে এই সাইটটি ব্লগার বা কন্টেনমার্কেটারদের কাছে যেন এক ছবির স্বর্গরাজ্য । ওয়েবসাইটে ঢোকার পর আপনি আপনার পছন্দ মত ক্যাটাগরি এবং সাইট সিলেক্টট করতে পারবেন । এই সাইটের ছবিগুলা সাধারণত ডিজিটাল মার্কেটার বা যারা ব্লগিং করে তারা বেশি ব্যবহার করে থাকে । এই সাইটের আর একটি সুবিধা হচ্ছে আপনি এখান থেকে ফ্রিতে ভেক্টর ইমেজ এবং ইলাস্ট্রেশন ডাউনলোড করতে পারবেন । 


উপরের সব সাইটগুলো থেকে আপনি ফ্রিতে  যে কোনো ধরণের ইমেজ নিতে পারবেন এবং ব্লগে বা ওয়েবসাইটে ব্যবহার করতে পারবেন । যখন এই আটিকেলটি লেখা হচ্ছিল তখন এগুলো থেকে ফ্রিতে ইমেজ ডাউনলোড করা যাচ্ছিল । তাই আপনি যখন এখান থেকে ইমেজ ডাউনলোড  করবেন তখন এদের পোলেসিগুলো পড়ে নিবেন । 

About Admin

This is a short description in the author block about the author. You edit it by entering text in the "Biographical Info" field in the user admin panel.

0 Comments:

একটি মন্তব্য পোস্ট করুন