কপিরাইট ফ্রি ইমেজ
বর্তমানে যার ইউটিউবে বা ব্লগ এ কাজ করতেছেন বা করতে যাচ্ছেন তাদের আনেক সময় ইমেজের প্রয়োজন হয় । কিন্তু চিন্তার বিষয় তারা কপিরাইট ফ্রি ইমেজ খুজে পান্না এতে করে তাদের ব্লগিং বা ইউটিউবিং এ আনেক সমস্যা হয় । আজ থেকে আপনাদেরকে আর ফ্রি ইমেজ নিয়ে চিন্তা করতে হবেনা, কারণ আজকে আমরা ৫টি জনপ্রিয় কপিরাইট ফ্রি ইমেজ ডাইনলোড ওয়েবসাইট সম্পর্কে আলোচনা করবো । এই সাইট গুলো থেকে আপনি ফ্রিতে ইমেজ ডাইনলোড করতে পারবেন এবং আপনার ব্লগ বা ওয়েবসাইট এ ব্যবহার করতে পারবেন । এই ইমেজ ব্যবহারে ফলে আপনাকে কোনো রকম কপিরাইট বা আইনি জামেলায় পরতে হবে না । তো আর কথা না বলে চলুল শরু করা যাক কোন সাইটগুলো থেকে আপনে ফ্রিতে ইমেজ ডাউনলোড করতে পারবেন ।
জনপ্রিয় ৫ টি কপিরাইট ফ্রি ইমেজ ডাউনলোড ওয়েবসাইট (Top 5 free images downloading website)
১ Pexels
২ Unsplash
৩ Morguefile
৪ Rawpixel
৫ Pixabay
১ Pexels
প্রথমে যে সাইটটি নিয়ে আলোচনা করবো তা হল পিক্সেল । এ সাইটটি বর্তমানে সবচেয়ে বেশি জনপ্রিয় ওয়েবসাইট ফ্রিতে ইমেজ ও ভিডিও ডাউনলোড করার জন্য । এখান থেকে আপনি সহজে ফ্রিতে আপনার পছন্দমত ইমেজ ও ভিডিও ডাউনলোড করে আপনার ব্লগ বা সাইটে ব্যবহার করতে পারবেন । এই সাইট থেকে ইমেজ বা ভিডিও ডাউনলোড করার জন্য আপনাকে কোনো পেমেন্ট করতে হবে না এবং কোনো প্রকার একাউন্ট ও করতে হবে না । এখান থেকে আপনি যে কোনো ধরণে বা কোয়ালিটির ছবি ডাউনলোড করতে পারবে ।
২ Unsplash
দিত্বীয় আবস্থানে যে সাইটটি আছে তাহল Unsplash । বর্তমানে ব্লগারদের কাছে জনপ্রিয় সাইট হল এটি । এই ওয়েবসাইটে বর্তমানে প্রায় ৩ লক্ষ এর বেশি ইমেজ ও ৫০ হাজারের ও বেশি কন্ট্রিবিউটর আছে । এই সাইট টাকার বিনিময়ে ইমেজ বিক্রি করে না এখানে সম্পণ ফ্রিতে ইজেম ডাউনলোড করা যায় । এ সাইটে প্রতিদিন নতুন নতুন ছবি যুক্ত হচ্ছে । এখান থেকে আপনি খুব সহজে আপনার পছন্দের ছবি খুজে নিতে পারবেন । এখান থেকে ডাউনলোড করা ছবিগুলো আপনি আপনার ব্লগ, ওয়েবসাইট বা আপনার বন্ধদের সাথে শেয়ার করতে পারবেন এর জন্য Unsplash কে কোনো ক্রেডিট দিতে হয় না ।
৩ Morguefile
তৃত্বীয় আবস্থানে যে সাইটটি আছে তাহল Morguefile । এই সাইটি অন্যান সব সাইটের থেকে আলাদা এটি Unsplash কিংবা Pexels এর মত নয় । এখানে আপনি খুব সাধারণ মানুষের এবং প্রতিদিনে নানা কাজ কর্ম বা বিষয়ের ইমেজ পাবেন । যেমন ধরুণ আপন কারো সাথে একটা ছবি তুলেছেন এবং তা গুগলে শেয়ার করেছেন এই সব ছবিগুলো আপনি খুব সহজে এই সাইট থেকে খুজে নিতে পারবেন যা কিনা কপিরাইট ফ্রি ।৪ Rawpixel
৪র্থ আবস্থানে যে সাইটটি রয়েছে তাহল Rawpixel । এই সাইটটি তার বিশাল ইমেজ স্টোক এর জন্য বিশ্বব্যাপি খুব জনপ্রিয় । ওয়েবসাইটটি থেকে আপনি শধু যে ইমেজ বা ছবি ডাউনলোড করতে পারবেন তা নয় এখান থেকে আপনি ভেক্টর ,PSD, mockups ইত্যাদি ফ্রিতে ডাউনলোড করতে পারবেন । এটি মূলত একটি কমিউনিটি ভিওিক ইমেজ শেয়ারিং ওয়েবসাইট । এখানে হাজার হাজার ফটোগ্রাফার প্রতিনিয়ত তাদের ছবিগুলো শেয়ার করে । তাই এখানে আপনি ফ্রিতে প্রচুর পরিমান হাই কোয়ালিটির ইমেজ ডাউনলোড করতে পারবেন এবং তা আপনার প্রয়জোন মত যে কোনো জায়গাই ব্যবহার করতে পারবেন এতে কোনো প্রকার সমস্যা হবে না ।
৫ Pixabay
এই সাইট থেকে ইমেজ ডাউনলোড করতে আমি বেশি পছন্দ করি । এই সাইটের সংগ্রহে রয়েছে দারুন সব হাই কোয়ালিটি ইমেজ । কপিরাইট ফ্রি ইমেজ পাওয়া যায় বলে এই সাইটটি ব্লগার বা কন্টেনমার্কেটারদের কাছে যেন এক ছবির স্বর্গরাজ্য । ওয়েবসাইটে ঢোকার পর আপনি আপনার পছন্দ মত ক্যাটাগরি এবং সাইট সিলেক্টট করতে পারবেন । এই সাইটের ছবিগুলা সাধারণত ডিজিটাল মার্কেটার বা যারা ব্লগিং করে তারা বেশি ব্যবহার করে থাকে । এই সাইটের আর একটি সুবিধা হচ্ছে আপনি এখান থেকে ফ্রিতে ভেক্টর ইমেজ এবং ইলাস্ট্রেশন ডাউনলোড করতে পারবেন ।
উপরের সব সাইটগুলো থেকে আপনি ফ্রিতে যে কোনো ধরণের ইমেজ নিতে পারবেন এবং ব্লগে বা ওয়েবসাইটে ব্যবহার করতে পারবেন । যখন এই আটিকেলটি লেখা হচ্ছিল তখন এগুলো থেকে ফ্রিতে ইমেজ ডাউনলোড করা যাচ্ছিল । তাই আপনি যখন এখান থেকে ইমেজ ডাউনলোড করবেন তখন এদের পোলেসিগুলো পড়ে নিবেন ।
0 Comments:
একটি মন্তব্য পোস্ট করুন