পঞ্চগড় জেলার দর্শনীয় স্থান সমূহ
- পঞ্চগড় থেকে কাঞ্চনজঙ্ঘা
- রকস মিউজিয়াম
- বাংলাবান্ধা জিরো পয়েন্ট
- তেঁতুলিয়া ডাক বাংলো
- মির্জাপুর শাহী মসজিদ
- বার আউলিয়া মাজার
- চা বাগান
- মহারাজার দিঘী
- ভিতরগড়
- বদেশ্বরী মন্দির
১) পঞ্চগড় থেকে কাঞ্চনজঙ্ঘা
অনেক মানুষের শখ তার হিমালয় বা কাঞ্চনজংঙ্ঘা দেখবে। তাদের এই শখ পূরণ করা সবচেয়ে সহজ মাধ্যম হচ্ছে পঞ্চগড় ভ্রমন। এই পঞ্চগড় থেকে খুব সহজে আপনি হিমালয় দেখতে পারবেন। হিমালয় কণ্যা পঞ্চগড়ের তেঁতুলিয়া উপজেলা হতে কাঞ্চনজঙ্ঘার দুরত্ব মাত্র ১১ কি.মি.। অক্টোবর মাসে মেঘমুক্ত নীল আকাশে তেঁতুলিয়া ডাকবাংলো হতে মোহনীয় কাঞ্চনজঙ্ঘার দৃশ্য অবলোকন করা সম্ভব। সাধারনত শীতের মেঘমুক্ত আকাশে তুষারশুভ্র পাহাড়ের চূড়া রোদে চিকচিক করে ওঠে আর ঠিক তখনই কাঞ্চনজঙ্ঘার সেই মোহনীয় শোভা উপভোগ করা সম্ভবপর হয়।
২) রকস মিউজিয়াম
পঞ্চগড় জেলায় ভূগড়বে রয়েছে অনেক রকমে পাথর । আর এই পাথরকে কেন্দ্র করে ১৯৯৭ সালে পঞ্চগড় মহিলা সরকারি কলেজে গড়ে তুলা হয়েছে একটি মিউজিয়াম। এই মিজিয়ামের মধ্যে রয়েছে অনেক রকমের পাথরের সমাহার।
৩) বাংলাবান্ধা জিরো পয়েন্ট
এই বাংলাবান্ধা জিরো পয়েন্ট থেকে মূলত শুরু হয়েছে আমাদের বাংলাদেশ। এখানে থেকে ভারতের সিলিগুড়ি দেখা যায়। প্রতি দিনি প্রায় অনেক মানুষ এই জিরো পয়েন্টে ঘুড়তে আসে।
৪)তেঁতুলিয়া ডাক বাংলো
পঞ্চগড় জেলার তেঁতুলিয়া উপজেলা সদরে একটি ঐতিহাসিক ডাক বাংলো আছে। এই ডাক বাংলো সবচেয়ে বড় বৈশিষ্ট হলো এখান থেকে খুব সহজে হেমন্ত ও শীতকালে কাঞ্চন জংঘার সৌন্দর্য উপভোগ করা যায়। এর নির্মাণ কৌশল অনেকটা ভিক্টোরিয়ান ধাচের। জানাযায় কুচবিহারের রাজা এটি নির্মাণ করেছিলেন। এটি মহানন্দা নদীর তীরে অবস্থিত। ডাক-বাংলোটি জেলা পরিষদ কর্তৃক পরিচালিত।
৫)মির্জাপুর শাহী মসজিদ
এটি আটোয়ারী উপজেলার মির্জাপুর ইউনিয়নের মির্জাপুর গ্রামে অবস্থিত। মির্জাপুর শাহী মসজিদ। মুঘল আমলে প্রতিষ্ঠিত পঞ্চগড় জেলার একমাত্র ঐতিহ্যবাহী প্রাচীন মসজিদ। ধারনা করা হয় এই মসজিদটি প্রায় ৩০০ বছরের পুরোনো। ভারত সম্রাট শাহজাহানের পুত্র শাহ সুজার শাসনামলে শাহী মসজিদটি নির্মাণ করা হয়েছে বলে তথ্য পাওয়া যায়।
৬) বার আউলিয়া মাজার
আটোয়ারি উপজেলা সদর হতে ৯ কিঃ মিঃ উত্তর-পূর্বে মির্জাপুর ইউনিয়নের বার আউলিয়া মাজার শরীফ। ভ্রমন পিপিয়াসি মানুষের কাছে এই মাজারটি খুবই জনপ্রিয়। প্রতিদিনি অনেক মানুয় এখানে ঘুরতে আসে।
৭) চা বাগান
পঞ্চগড়ে রয়েছে অনেক চা বাগান। যার জুড়ানো নৈসর্গিক সৌন্দর্য ভ্রমন পিয়াসি মানুষদের বিমহিত করে। দেশের উত্তর জনপদের পঞ্চগড়ে চা চাষ দেশের অর্থনৈতিক উন্নয়নে নতুন দিগন্তের সূচনা করেছে। বৃহত্তর চট্টগ্রাম ও সিলেটের পর পঞ্চগড় অন্যতম চা অঞ্চল হিসেবে এরই মধ্যে দেশে ব্যাপক পরিচিতি লাভ করেছে।
৮) মহারাজার দিঘী
পঞ্চগড় জেলার আর একটি দর্শনীয় স্থান হলো মহারাজা দিঘী। পঞ্চগড় শহর থেকে প্রায় ১৫ কিলোমিটার উত্তরে পঞ্চগড় সদর উপজেলাধীন অমরখানা ইউনিয়নে অবস্থিত একটি বড় পুকুর বর্তমানে যা মহারাজার দিঘী নামে পরিচিতি।
৯) ভিতরগড়
পঞ্চগড় জেলার সদর উপজেলার অমরখানা ইউনিয়নে উত্তর-পূর্বে বাংলাদেশ-ভারত সীমান্তবর্তী এলাকায় অবস্থিত ভিতরগড় দুর্গনগরী প্রাচীন যুগের একটি বিরাত কীর্তি। ভিতরগড় দুর্গ প অবস্থিত। এই দুর্গনগরীটি প্রায় ২৫ বর্গকিলোমিটার ব্যাপ্ত এলাকা নিয়ে বিস্তৃত। দুর্গনগরীর কিছু অংশ ভারতের মধ্যে পড়েছে। পঞ্চগড় জেলার আর একটি দর্শনীয় স্থান।
১০) বদেশ্বরী মন্দির
পঞ্চগড় জেলার বোদা উপজেলার বড়শশী ইউনিয়নের অন্তর্গত একটি প্রাচীন মন্দির হল বদেশ্বরী মন্দির । বাংলাদেশ প্রত্নতত্ত্ব অধিদপ্তর এর তালিকাভুক্ত একটি সংরক্ষিত প্রত্নতত্ত্ব।
পঞ্চগড় জেলার নদী সমূহ
পঞ্চগড় জেলার মানচিত্র
পঞ্চগড় জেলার থানার নাম
পঞ্চগড় জেলার বিখ্যাত ব্যক্তি
আটোয়ারী উপজেলার দর্শনীয় স্থান
পঞ্চগড় কিসের জন্য বিখ্যাত
পঞ্চগড় জেলার বিখ্যাত খাবার
0 Comments:
একটি মন্তব্য পোস্ট করুন