আপনি জানেন কি TO LET শব্দের অর্থ কি?

আপনি জানেন কি TO LET শব্দের অর্থ কি? (Do you know what the word TO LET means?)

আপনি জানেন কি TO LET শব্দের অর্থ কি

আমরা সাবাই কম বেশি TO LET শব্দের সাথে পরিচিত। বাসাবাড়ি বা অন্য কিছু ভাড়া দেওয়ার জন্য অনেক সময় TO LET কাথাটি লেখা থাকে। আপনি কি  জানেন TO LET শব্দের অর্থ কি? যদি না জেনে থাকে তাহলে এই পোষ্টটি আপনার জন্য। তো চলুন জেনে নেওয়া যাক TO LET শব্দের অর্থ কি এবং এটি কেন বাসাবাড়ি ভাড়া দেওয়ার সময় ব্যবহার করা হয়।


Let শব্দের অর্থ গুলো অনুমতি ইচ্ছা জ্ঞাপক প্রকাশ করে। তো TO LET শব্দের অর্থই ঐ অনুমতির মতই অর্থ প্রকাশ করে।

ধরুন, কোনো বাসার নাম ক ম্যানশন। ka Mansion has rooms to let. অর্থাৎ তাদের রুম আছে কাউকে থাকতে দেওয়ার জন্য। তাই সহজ করে এই টু লেট শব্দ ব্যবহার করা হয়।


এমনকি যেখানেই আপনি এই শব্দ দুটি দেখলেন , বুঝে নিতে পারেন, এই সম্পদ আপনি শর্তসাপেক্ষে ব্যবহারের অনুমতি পাবেন কর্তৃপক্ষ থেকে । তাই বিলবোর্ড ,বাসা , অফিস , দোকান এমনকি জমিতেও এই to-let শব্দ ব্যবহৃত হয়।

About Admin

This is a short description in the author block about the author. You edit it by entering text in the "Biographical Info" field in the user admin panel.

0 Comments:

একটি মন্তব্য পোস্ট করুন