তাওহীদ নিয়ে ইসলামিক উক্তি

 তাওহীদ নিয়ে ইসলামিক উক্তি

১. তােমাদের ইলাহ একই ইলাহ। ঐ রহমান ও রাহিম ছাড়া আর কোনাে ইলাহ নেই। (সূরা বাকারা-২ঃ১৬৩)
২. তিনিই এক আল্লাহ, যিনি ছাড়া আর কোনাে ইলাহ নেই। দুনিয়া ও আখিরাতে সকল প্রশংসা তারই জন্য। শাসন কর্তৃত্ব তাঁরই হাতে এবং তারই দিকে তােমাদেরকে ফিরিয়ে নেয়া হবে। (সূরা কাসাস-২৮ঃ৭০)
৩. (হে রাসূল!) আপনি বলে দিন। তিনিই আল্লাহ, (যিনি) একক (অদ্বিতীয়)। আল্লাহ সবার কাছ থেকে অভাবমুক্ত ( আর আল্লাহর কাছে সবাই অভাবী)। তার কোনাে সন্তান নেই, তিনিও কারাে সন্তান নন। কেউই তার সাথে তুলনার | যােগ্য নয়। (সূরা ইখলাস -১১২৪১-৪)
৪. যদি আসমান ও জমিনে এক আল্লাহ ছাড়া আরাে কোন মা'বুদ থাকত তাহলে (আসমান ও জমিনে) ফ্যাসাদ ও বিশৃঙ্খলা সৃষ্টি হতাে। কাজেই এরা যেসব কথা বানায় তা থেকে আরশের রব আল্লাহ অতি পবিত্র (সূরা srfHI-45 444)
৫. তিনিই ঐ সত্তা, যিনি আসমানেও ইলাহ এবং জমিনেও ইলাহ। আর তিনি AI*In o Hale151 ، (l 1992-80eb8)
৬. তিনি চিরজীবন্ত। তিনি ছাড়া আর কোনাে ইলাহ নেই। তােমাদের দীনকে তার জন্য খালিস করে তাকেই ডাক। সকল প্রশংসা আল্লাহ রাব্দুল 

৭. (হে নবী!) তাদেরকে জিজ্ঞেস করুন, আসমান ও জমিনের রব কে? বলুন, আল্লাহ। তারপর তাদেরকে বলুন, যখন এটাই সত্য, তখন তােমরা কি তাকে বাদ দিয়ে এমন সব মা'বুদকে তােমাদের অভিভাবক হিসেবে গ্রহণ করেছ, যারা নিজেদের ভালাে ও মন্দের কোনাে ইখতিয়ারও রাখে না?" বলুন, ‘অন্ধ ও চোখওয়ালা কি সমান হতে পারে? আলাে ও অন্ধকার কি এক? আর যদি তা হয় তাহলে তাদের বানানাে শরিকরাও কি আল্লাহর মতাে কিছু পয়দা করেছে যে, এর কারণে তাদেরও সৃষ্টি করার ক্ষমতা আছে বলে সন্দেহ হয়? বলুন, প্রতিটি জিনিসের স্রষ্টা একমাত্র আল্লাহ এবং তিনি একক ও অদিত্বীয়

৮. আল্লাহ ঐ চিরজীবী ও চিরস্থায়ী সত্তা, তিনি ছাড়া আর কোনাে মাবুদ নেই। তিনি ঘুমান না, এমনকি তার ঘুমের ভাবও হয় না। আসমান ও জমিনে যা কিছু আছে সব তারই। কে আছে যে তার অনুমতি ছাড়া তার দরবারে। সুপারিশ করতে পারে? যা কিছু বান্দাদের সামনে আছে তাও তিনি জানেন, আর যা তাদের অগােচরে আছে তাও তিনি জানেন। যা কিছু তার জ্ঞানের মধ্যে আছে তা থেকে কিছুই তাদের আয়ত্তে আসতে পারে না। অবশ্য কোনাে বিষয়ের জ্ঞান যদি তিনি নিজেই কাউকে দিতে চান তাহলে আলাদা কথা। তার শাসন আসমান ও জমিন জুড়ে আছে এবং এসবের দেখাশােনার কাজ তাকে ক্লান্ত করতে পারে না। তিনি মহান ও শ্রেষ্ঠতম। (সূরা বাকারা-০২৪২৫৫)


৯. তিনিই আল্লাহ, যিনি ছাড়া কোনাে মাবুদ নেই। গােপন ও প্রকাশ্য সব কিছুই তিনি জানেন। তিনিই রাহমান ও রাহীমতিনিই আল্লাহ, যিনি ছাড়া কোনাে মাবুদ নেই। তিনিই বাদশাহ, অতি পবিত্র, স্বয়ং শান্তি, নিরাপত্তাদাতা, রক্ষক, সবার উপর বিজয়ী, নিজ হুকুম জারি করায় শক্তিমান এবং অহঙ্কারেরঅধিকারী। মানুষ তার সাথে যে শিরক করছে তা থেকে আল্লাহ পবিত্র। তিনিই আল্লাহ, যিনি সৃষ্টির পর পরিকল্পনাকারী, তা বাস্তবায়নকারী ও সে অনুযায়ী রূপদাতা। সব ভালাে নাম তারই। আসমান ও জমিনে যাকিছু আছে সবই তার তাসবিহ করছে। তিনি মহাশক্তিশালী ও সুকৌশলী । (সূরা হাশর ৫৯৪২২-২৪)


আল হাদীস


১, হযরত আবু যর (রা) থেকে বর্ণিত, তিনি বলেন আমি (একদিন) নবী (সা) এর নিকট আসলাম তখন তিনি মুস্তম ছিলেন এবং তার উপরে সাদা কাপড় ছিল, অতঃপর আমি আবার তার কাছে আসলাম তখন ও তিনি ঘুমন্ত ছিলেন। অতঃপর আবার আসলাম এতক্ষনে তিনি জাগ্রত হয়েছেন, অতঃপর আমি তার পাশে গিয়ে বসলাম। অতঃপর তিনি বলেছেন, যে বান্দাই বলবে আল্লাহ ছাড়া আর কোন উপাস্য নেই আর এটার উপরই মৃত্যুবরণ করবে তাহলে নিশ্চিত সে জান্নাতে যাবে। আমি বললাম, যদি সে যিনা করে, চুরি করে, রাসূল (সঃ) বলেছেন, হ্যা যদিও সে জেনা করে, চুরি করে একথাটি তিনি তিনবার বলেছেন। অতঃপর রাসূল (সা) চতুর্থবার বলেছেন, আবু যরের নাক ধুলা মলিন হােক । অতঃপর আবু যর (রা) একথা বলতে বলতে বেরিয়ে গেলেন যদি আবু যরের নাক ধুলা মলিন হয়ে যায়। (বুখারী, বাবুস সিয়াবিল বীদি- ৫৩৭৯)


২. হযরত সুফিয়ান ইবনে আব্দুল্লাহ সাকাফী (রা) থেকে বর্ণিত, তিনি বলেন, আমি বললাম, হে আল্লাহর রাসূল (সা)! আমাকে ইসলাম সম্পর্কে এমন কিছু বলুন যে, আমি আপনার পরে আর কাউকে কিছু জিজ্ঞেস করব না। রাসূল (সা) বলেছেন, তুমি বল, আল্লাহর প্রতি ঈমান গ্রহণ করেছি অতঃপর এটার উপর অবিচল থাক। (মুসলিম: বাবু জামে আওসাফিল ইসলামি: ৫৫)


About Admin

This is a short description in the author block about the author. You edit it by entering text in the "Biographical Info" field in the user admin panel.

0 Comments:

একটি মন্তব্য পোস্ট করুন